ঐতিহ্যবাহী সাপ্তাহিক কালিয়াচাপড়া (পুলেরঘাট) বাজার

 কিশোরগঞ্জ প্রতিনিধি    ৪ এপ্রিল, ২০২৪ ১৪:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

কালিয়াচাপড়া বাজার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটি প্রাচীনতম বাজার। ভৈরব টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিয়াচাপড়া চিনিকল (বর্তমানে কিশোরগঞ্জ ইকোনোমিক জোন) এর উত্তরপাশে অবস্থিত এ বাজার।

যুগযুগ ধরে আগের নিয়ম অনুসারে প্রতি সাপ্তাহের মঙ্গলবার দিন এ হাট বসে।

এ হাটে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ক্রেতা-বিক্রেতা এসে নানা ধরনের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে নিয়ে যায়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ফের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বিভ্রাট...

গরু, ছাগল, হাঁস, মুরগী থেকে শুরু করে চাল, ডাল, তেল, পেঁয়াজ রসুন, মরিচ, মাছ, চ্যাপা-শুটকি, বিভিন্ন ধরনের তরি তরকারি, নতুন পুরাতন কাপড় অনায়াসে বিক্রি হচ্ছে।

এ বাজারের আশপাশের মানুষ জন কমদামে পণ্য ক্রয় করতে পেরে খুব খুশি। যুগ যুগ ধরে চিরায়ত নিয়মে চলা এ হাটের দৃশ্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি