মেহেরপুরে ট্রাফিক পুলিশের সচেতনতা মূলক ক্যাম্পেইন

 নিজস্ব প্রতিবেদক    ২৯ মার্চ, ২০২৪ ১০:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে ট্রাফিক পুলিশের সচেতনতা মূলক ক্যাম্পেইন ও হেলমেট বিতরণ করা হয়েছে।

পুলিশ সুপার এস এম নাজমুল হক উপস্থিত থেকে হেলমেট বিতরণ করা হয়।

এ সময় তিনি মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষা করেন, যে সমস্ত চালকরা হেলমেট বিহীন চলাচল করছেন তাদেরকে বিনামূল্যে হেলমেট পরিয়ে দেন।

আরও পড়ুন: গাংনীতে মসজিদের বরাদ্দের টাকা কমিটির সভাপতির পকেটে...

একই সাথে যে সমস্ত চালকদের বৈধ কাগজপত্র, গাড়ির কাগজপত্র ঠিক থাকা সহ সঠিক নিয়মে গাড়ি চালনা করেছেন তাদেরকে গোলাপ ফুল এবং রজনীগন্ধার স্ট্রিক দিয়ে শুভেচ্ছা জানান।


সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসান, ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, মেহেরপুর সদর থানার (ওসি) শেখ কনি মিয়া, বিশ্বজিৎ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।

নিজস্ব প্রতিবেদক