মেহেরপুর সরকারি বিদ্যালয়ে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন

 অনলাইন ডেস্ক    ২৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৯:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আয়োজনে আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পানির আর্সেনিক ও আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক জনাব মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আইসিটি ছয় তলা ভবন তৈরি করবো সেখানে ছাত্ররা কম্পিউটার প্রশিক্ষণ করতে পারবে।

আরও পড়ুন: এ বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাজার ৩১৭...

ওই সময় বক্তারা আরও বলেন, আর্সেনিক যুক্ত পানি পান করার ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সচেতন হয়ে আর্সেনিকমুক্ত পানি সকলকে পান করতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপার মোঃ মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা, বালক উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক শরিফুল ইসলাম সহ আরও অনেকেই।

অনলাইন ডেস্ক