মেহেরপুরের তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি

 তরিকুল ইসলাম     ২৭ এপ্রিল, ২০২৪ ১৫:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

গত ১৪ দিন ধরে অতিবাহিত হচ্ছে মেহেরপুরে তীব্র তাপদাহ। বাতাসে আগুনের হল্কা। গতকাল( শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুরে রেকর্ড করা হয় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস।

চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এ জেলায়। একটানা ১৪ দিন তীব্র থেকে অতি তীব্র তাপদাহে হাসপাতালে বেড়েই চলেছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগীর ভিড় বাড়ছে, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।

গরমজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছেন শতাধিক রোগী। শয্যা সংকুলান না হওয়ায় রোগীরা হাসপাতালের বারান্দা ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।

২৬ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জেলার তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে। এ সময়ে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে

তরিকুল ইসলাম