সহকর্মী মনিরুলকে হঠাৎ গুলি করতে থাকেন কনস্টেবল কাওসার

 অনলাইন ডেস্ক    ৯ জুন, ২০২৪ ১০:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। শনিবার (৮ জুন) রাত সাড়ে ১১টার পর এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন।

এ ঘটনায় সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়ি চালক আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলাকারীকে এরই মধ্যে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে অন্যান্য পুলিশ সদস্যের মতো বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল মনিরুল ও কাওসার। হঠাৎ সহকর্মী মনিরুলকে লক্ষ্য করে গুলি করতে থাকেন কনস্টেবল কাওসার। মোট ৫-৬ রাউন্ড গুলি করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন মনিরুল।

আরও পড়ুন: সোনার দাম ভরিতে কমলো ১২৯৫ টাকা...

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশে রাত পৌনে ১২টার দিকে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মনিরুল ইসলাম।

এ সময় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন শাহরুখ গুলিবিদ্ধ হন। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কাউসার আহমেদকে নিরস্ত্র করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক