মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা

 তরিকুল ইসলাম    ২২ নভেম্বার, ২০২৩ ১৪:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মঙ্গলবার দুপুরের অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে নিষিদ্ধ উপকরণ মেশানো ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় সদর উপজেলার বামনপাড়ায় নিউ পপুলার বেকারিতে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের জন্য বেকারিটি সিলগালা করে দেওয়া হয়েছে।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে দলীয় মনোনয়ন...

সজল আহমেদ জানান, মেহেরপুরের বামনপাড়ায় অবস্থিত মুক্তার আলীর মালিকানাধীন নিউ পপুলার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, খাবারে নিষিদ্ধ উপকরণ মেশানো ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৪২ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১০ দিনের জন্য বেকারিটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম