গাংনীতে উপজেলা আওয়ামী লীগের উদ্দগ্যে জাতীয় শোক দিবস পালিত

 অনলাইন ডেস্ক    ১৫ আগষ্ট, ২০২৩ ১৯:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

যথাযথ মর্যাদায় মেহেরপুরের গাংনীতে আজ মঙ্গলবার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বিকাল ৪ টার সময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের দলীয় পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন...

পতাকা উত্তোলনের পর কালব্যাচ ধারণ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দগ্যে বিশাল শোক র‌্যালি করা হয়। র‌্যালিটি মোখলেছুর রহমান মুকুলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গাংনী উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে আবারও তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন: জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত...

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাংনী উপজেলা আওয়ামী লীগ, গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলার মানুষ অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ষড়যন্ত্র করে আর মানুষকে দাবিয়ে রাখা যাবে না।

র‌্যালি শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনলাইন ডেস্ক