মেলান্দহে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

 টোকন মিয়া, জামালপুর    ১৬ অক্টোবার, ২০২৩ ১৮:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 55 বার

জামালপুরের মেলান্দহে রেলওয়ে স্টেশনে রবিবার (১৫ অক্টোবর) ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই টিকিট কালোবাজারিকে আটক করেন।

আটককৃতরা হলেন, মেলান্দহ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার ফজল (৫৩) ও অপর আরেক জন মেলান্দহ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মাসুদ (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা টিকিট কালোবাজারির করে আসছিল। লাইনের শুরুতে সিন্ডিকেট করে কালোবাজারিরা আগে ভাগেই সব টিকিট কিনে নিতো। পরে তাদের কাছ থেকে তিনগুণ দাম দিয়ে টিকিট নিতে বাধ্য হত সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি...

সাধারণ যাত্রীরা বলেন, রেলস্টেশনে টিকিটের জন্য গেলে টিকিট কালোবাজারি ছাড়া টিকিট মিলে না। ফলে ১৮৫ টাকার টিকিট তিনগুণ বেশি টাকা দিয়ে কিনতে হয়। টিকিট কালোবাজারি থেকে মুক্তি চাই আমরা।

জামালপুর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলে, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দুই টিকিট কালোবাজারি গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৩টি কালো বাজারি ব্লাকার টিকেট উদ্ধার করা হয়।

টোকন মিয়া, জামালপুর