মাটি কাটতে গিয়ে মিলল পরিত্যাক্ত কামানের গোলা

 অনলাইন ডেস্ক    ২৫ আগষ্ট, ২০২৪ ১৬:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে মাটি কাটতে গিয়ে একটি পরিত্যাক্ত কামানের গোলা পাওয়া গেছে । রোববার সকালে কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদী তীরের মাটি খননের সময় এটি পাওয়া যায়।

পরে পরিত্যাক্ত কামানের গোলাটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, আজ বেলা ১১ টার দিকে কালাচাঁদপুর গ্রামের ভৈরব নদীর মাটি অপসারণের লক্ষ্যে খনন কাজের সময় গোলাটি পাওয়া যায়। খবর পেয়ে কামানের গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে।

এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কামানের গোলা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছে পুলিশ।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিমবলেন, ‘একটি পরিত্যাক্ত কামানের গোলা মেহেরপুর সদর উপজেলা থেকে পাওয়া গেছে। সেটা পাওয়ার সাথে সাথে আমাদের যে সিকিউরিটি ব্যবস্থা কর্ডন করে রাখা হয়েছে। এখন আমরা আইন অনুযায়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে এটা নিষ্ক্রিয় করা হবে।’

অনলাইন ডেস্ক