শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 অনলাইন ডেস্ক    ১৮ অক্টোবার, ২০২৩ ১১:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

বঙ্গবন্ধুর ছোট্ট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ শেখ রাসেলের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

রাজধানীর বনানী কবরস্থানে আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টার সময় শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজ সকাল ৮টার সময় ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বনানীতে শেখ রাসেলের কবরসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: মেহেরপুরে টেপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক...

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে শিশু শেখ রাসেলকে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সাল থেকে শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

অনলাইন ডেস্ক