রাজধানীতে বিএনপির ঢিলেঢালা হরতাল

 অনলাইন ডেস্ক    ২০ নভেম্বার, ২০২৩ ০৯:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন আজ। রাজধানীতে বেড়েছে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যান চলাচল। আগের অবরোধ ও হরতালে যান চলাচল কম দেখা গেলেও এদিন অনেকটাই স্বাভাবিক চিত্র দেখা গেছে।

কর্মজীবী মানুষেরা প্রতিদিনের মতোই নিজ গন্তব্যে ছুটে চলেছেন। ভোরের দিকে যানবাহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচলও বাড়ছে।

আরও পড়ুন: ঢাকায় সিএনজিতে ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণ, আগুন...

এদিকে গাবতলী থেকে উত্তরবঙ্গগামী কিছু বাস ছেড়ে গেছে। তবে যাত্রী সংকটের কারণে স্বাভাবিক অবস্থায় দূরপাল্লার বাস চলাচল করছে না।

রাজধানীতে বিভিন্ন মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জনগণের যানমালের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীরাও আছেন।

অনলাইন ডেস্ক