প্রস্তুত জাতীয় ঈদগাহ, নারীও অংশ নিতে পারবেন

 অনলাইন ডেস্ক    ৯ এপ্রিল, ২০২৪ ১২:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

জাতীয় ঈদগাহ ময়দান ঈদ জামাতের জন্য প্রস্তুত হয়েছে। চলছে প্রবেশ গেটে নান্দনিক তোরণ নির্মাণের পর সাজসজ্জার কাজ। ১২১টি কাতারে মধ্যে ৫১টি কাতারে নারীরা অংশ নিতে পারবেন।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন।

এছাড়া ঈদগাহের বাইরে পুরো এলাকা জুড়ে প্রায় ৭০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

আরও পড়ুন: সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি...

এ ঈদের জামাতে মন্ত্রী-সচিবসহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিবেন। প্রধান জামাত সকাল সাড়ে ৮টার সময় অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়ার প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার সময় শুরু হবে ঈদের প্রধান জামাত।

অনলাইন ডেস্ক