কুষ্টিয়া-মেহেরপুর সড়ক: ঈদ উপলক্ষে পুরোদমে চলছে সংস্কার কাজ

 নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ, ২০২৪ ১১:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

৬৪৩ কোটি ব্যয়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্থ করণ ও সংস্কার কাজ চলছে পুরোদমে। গত শুক্রবার থেকে মেহেরপুরে গাংনী উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া অংশে পাথর-বিটুমিনের আস্তরণ দেওয়া শুরু হয়েছে। 

এর মধ্য দিয়ে দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কটি পেতে যাচ্ছে এক নতুন রূপ।

এছাড়াও জনপ্রশাসনমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় সদর উপজেলার একটি বড় অংশ ফোরলেনে রূপান্তরিত হতে যাচ্ছে।

মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধানে মেহেরপুরের মেসার্স জহিরুল লি. এ সড়কের তিনটি প্যাকেজ বাস্তবায়ন করছে।

মেহেরপুর কলেজ মোড় থেকে গাংনী উপজেলার তেরাইল কলেজ পর্যন্ত এ তিনটি প্যাকেজের কাজ পুরোদমে চলমান। এর মধ্যে সবচেয়ে বেশি জরাজীর্ণ গাঁড়াডোব থেকে বাশবাড়ীয়া পর্যন্ত।

জানা গেছে, সড়ক নির্মাণ ও সংস্কারের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কাজটি সম্পন্ন করছে মেসার্স জহিরুল লি.। আধুনিক যন্ত্রের মাধ্যমে বিটুমিন ও পাথরের মিশ্রণ এবং যন্ত্রের মাধ্যমেই নির্মাণ করা হচ্ছে সড়ক। যার ফলে দ্রুত সম্পন্ন হচ্ছে সড়ক সংস্কার কাজ।

জানা গেছে, ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে তিনটি প্যাকেজের কাজ পূর্ণ গতিতে চলমান। নির্ধারিত সময়ের মধ্যে পুরো কাজ সম্পন্ন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সওজ প্রকৌশলীরা।

নিজস্ব প্রতিবেদক