চট্টগ্রামে লরির নিচে প্রাইভেটকার, অলৌকিকভাবে বাঁচলেন ৬ যাত্রী

 অনলাইন ডেস্ক    ৫ আগষ্ট, ২০২৩ ১৭:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে আজ শনিবার (৫ আগস্ট) সকাল দশ টার সময় বন্দর থেকে ছেড়ে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত প্রাইভেটকারের উপর উল্টে এসে পরে। তবে এই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে প্রাণ বেঁচে যাই ছয় জন যাত্রীর।

এদিকে স্থানীয়রা বলেছেন, ওই দুর্ঘটনার পর চাপাপড়া প্রাইভেটকারের ভেতরে থাকা মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন...

উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেছেন, কন্টেইনারের চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালক সহ ছয় জনে যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

তিনি আরও বলেছেন, খবর পাওয়া সাথে সাথে সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। সামান্য আহত ছয় জন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনলাইন ডেস্ক