সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ, চলবে না জাহাজ

 অনলাইন ডেস্ক    ৩০ ডিসেম্বার, ২০২৩ ২১:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে ৬ থেকে ৮ জানুয়ারি তিনদিন পর্যটকবাহী সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ও দ্বীপের সব ধরনের হোটেল মোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ ইয়ামিন হোসেন গত শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুধু সেন্টমার্টিন নয়, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউসও বন্ধ থাকবে। একই ভাবে ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল গেস্ট হাউসও বন্ধ থাকবে।


আরও পড়ুন: মেহেরপুরে অপরুপ সৌন্দর্য ছড়াচ্ছে সূর্যমুখী...

টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এমভি কর্ণফুলী জাহাজের কক্সবাজারের আঞ্চলিক পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, নিরাপত্তা জনিত কারণে প্রতিবার নির্বাচনকালীন সময়ে জাহাজ চলাচল ও হোটেল মোটেল বন্ধ রাখা হয়।

প্রশাসনের নির্দেশনা মতে এ রুটে চলাচলকারী আটটি পর্যটকবাহী জাহাজ ওই সময় বন্ধ রাখা হবে। ৯ জানুয়ারি থেকে জাহাজ চলাচল পুনরায় শুরু হবে।

অনলাইন ডেস্ক