অবরোধের ২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন

 অনলাইন ডেস্ক    ৯ নভেম্বার, ২০২৩ ২১:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দিয়েছেন অবরোধকারীরা। এর মধ্যে ঢাকা রাজধানীতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগ করেছে তারা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টার সময় অগ্নিসংযোগের খবর পায়।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন...

যেসব স্থানে আগুন দিয়েছে অবরোধকারীরা সে স্থানগুলো হলো, ঢাকার হাজারীবাগ, মিরপুর ও ধানমন্ডিতে পাঁচটি, তাঁতীবাজার, গাজীপুর তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি, রাজশাহী বিভাগের শিবগঞ্জে একটি, বরিশাল বিভাগের গৌরনদীতে দুটি ও নোয়াখালীতে একটি।

গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে গত বুধবার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডাকেন বিএনপি ও জামায়াত।

অনলাইন ডেস্ক