হিলিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 দিনাজপুর প্রতিনিধি    ২৬ মার্চ, ২০২৪ ১৫:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 2 বার

দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টার সময় উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এই দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। পরে একে একে করে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: ইবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত...

এই দিবসটিকে ঘিরে দিনের প্রথম প্রহর থেকে হিলিতে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।


সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেনসহ অনেকেই।

দিনাজপুর প্রতিনিধি