কিশোরগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ের রবিবার (১১ ই ফেব্রুয়ারি) ৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি পাতালপুরী নৃত্য পরিবেশন করা হয়েছে।

অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফুল আলমের উপস্থাপনায় এবং প্রধান শিক্ষক মো.নুরুল আমীন মিলনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।

প্রথমে প্রধান অতিথিকে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। পরে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি কুচকাওয়াজ ও পাতালপুরী নৃত্য পরিবেশন করে।

আরও পড়ুন: ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত...

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিদ্দিক হোসেন রিপন ও ৭ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ নাছির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, অভিভাবকবূন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি