মেহেরপুরে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

 তরিকুল ইসলাম    ৭ ডিসেম্বার, ২০২৩ ১৭:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে মেহেরপুরে রাত থেকে শুরু হয়েছে হালকা ও মাঝারি বৃষ্টি। আকাশ মেঘাচ্ছন্ন, জেকে বসেছে শীত। ফলে ঘর থেকে বের হতে পারেনি সাধারণ খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অফিস বলছে, গত মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হনেছিলো । এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থেকেছে। গতকাল বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টিও হয়েছে।


আরও পড়ুন: কারাগার থেকে মুক্তি পেলেন আমির হামজা....

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মেহেরপুরে ১৫.৬ মিলিমিটার বৃষ্টিরপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ১০ টায় মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

তরিকুল ইসলাম