যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন

 অনলাইন ডেস্ক    ১৫ আগষ্ট, ২০২৩ ১৫:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মেহেরপুরে আজ মঙ্গলবার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ করে আজ সকাল দশ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি।

এরপর শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান ও পুলিশ সুপার রাফিউল আলম।

আরও পড়ুন: মেহেরপুরের গাংনীতে জাতীয় শোক দিবস পালিত...

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক সহ আওয়ামী লীগ নেতৃতবৃন্দ প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর এক এক করে আওয়ামী লীগ, সামাজিক, সাংস্কৃতির সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করা হয়।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী, বেসরকারী ভাবে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

অনলাইন ডেস্ক