গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক নিহত

 তরিকুল ইসলাম    ২ জানুয়ারী, ২০২৪ ১৫:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত গাংনী এলাকার পল্লী বিদ্যুতের পরিচালক ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীনের (৫০) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রফেসর রিয়াজ উদ্দিন উপজেলার বাদিয়া পাড়া গ্রামের মৃত আহমেদ আলী বিশ্বাসের ছেলে।

মেহেরপুর- কুষ্টিয়া সড়কের চেংগাড়া-জোড়পুকুরিয়া গ্রামের মধ্যেবর্তি চোখতোলা নামক স্থানে গত সোমবার সকাল সাড়ে ৯ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, আহত রিয়াজ উদ্দীনের শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা- নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

আরও পড়ুন: গাংনীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-১...

স্থানীয়রা জানান, রিয়াজ বামন্দীস্থ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গাংনী উপজেলা শহরের উদ্দেশ্যে আসছিলেন। রাসেল আহমেদ গাংনী শহরের দিক থেকে জোড়পুকুরিয়া বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন। তারা চেংগাড়া-জোড়পুকুরিয়া গ্রামের মধ্যেবর্তি চোখতোলা নামক স্থানে পৌঁছালে, দুজনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতেই দুজনেই রাস্তার উপরে ছিটকে পড়ে আহত হন। তাদের মোটরসাইকেল দুটি ভেঙ্গে যায়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

তরিকুল ইসলাম