বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

 অনলাইন ডেস্ক    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

মিয়ানমারের যুদ্ধের কারণে আগামী রবিবার (১১ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এর আগে, মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তার স্বার্থে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার জন্য গত বুধবার (৭ ফেব্রুয়ারি) পরামর্শ দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী।

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে, মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

আরও পড়ুন: গাংনীতে মাদক সেবিকে জেল- জরিমানা...

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে গত কয়েকদিন থেকে আরাকান আর্মি ও দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সংঘর্ষে ভয়ংকর রূপ নিয়েছে।

এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি দুপুরে বান্দরবানে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নিহত হন।

অনলাইন ডেস্ক