মেহেরপুরের গ্রামগঞ্জে বিদ্যুতের বেহাল অবস্থা

 নিজস্ব প্রতিবেদক    ২৯ মে, ২০২৪ ১২:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

মেহেরপুর জেলার ৬ লক্ষাধিক মানুষ টানা দুই দিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছেন। পাওয়া যায়নি মোবাইল ফোনের নেটওয়ার্কও। গত রবিবার (২৬ মে) সন্ধ্যায় শুরু হয় “রিমালের” প্রভাব। তখন থেকেই জেলার গ্রামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গতরাতে মেহেরপুর জেলা শহর ও গাংনী পৌরবাসি সামান্য বিদ্যুৎ পেলেও এখন পর্যন্ত গ্রামগুলো রয়েছে বিদ্যুৎ যাওয়া আসার হিড়িক।

আরও পড়ুন: কোরবানি ঈদে ছুটি মিলবে কয় দিন?...

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের এজিএম কম সবুজ মোল্ল্যাহ বলেন, রিমালের প্রভাবে এখন পর্যন্ত বিদ্যুতের একটি খুটি ক্ষদিগ্রস্থ হয়েছে। যে কারনে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। গাছের ডালপালা অপসারনের পর লাইন দিতে পারবো।

এলাকা বাসীরা বলছেন, রিমালের প্রভাব পড়ার আগে থেকেই আমরা বিদ্যুৎবিহীন হয়েছি। সামান্য বৃষ্টিপাত শুরু হলেই বিদ্যুৎ চলে যায়। মাঝে মধ্যে বিদ্যুৎ এলেও খুব অল্প সময়ের জন্য থাকছে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।

নিজস্ব প্রতিবেদক