কোরবানি ঈদে ছুটি মিলবে কয় দিন?

 অনলাইন ডেস্ক    ২৯ মে, ২০২৪ ১২:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। ইতিমধ্যে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে দেশে। ছুটি নিয়ে হিসাব-নিকাশ শুরু করেছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৮ মে) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও ঈদের অগ্রিম টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।

আরও পড়ুন: এমপি আনার হত্যাকাণ্ডে নতুন মোড়...

এদিকে ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে এদিন দেওয়া হবে ২০ জুনের অগ্রিম টিকিট।

এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ জুন থেকে পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

এবার ঈদুল আজহার সম্ভাব্য ছুটি ১৬-১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সব মিলিয়ে ঈদে সরকারি চাকরিজীবীরা ছুটি পেতে পারেন কমপক্ষে পাঁচ দিন।

অনলাইন ডেস্ক