ডিসি সম্মেলন শুরু আজ

 অনলাইন ডেস্ক    ৩ মার্চ, ২০২৪ ১২:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ রবিবার (৩ মার্চ) সকাল ১০টা ৩৩ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলন শুরু হয়েছে। ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা চলবে আগামী ৬ মার্চ (বুধবার) পর্যন্ত।

অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এ সময় জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনও বক্তব্য রাখেন।

সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার ছুটির দিনে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় ৩৫০টি প্রস্তাব এসেছে। গত বছর এই প্রস্তাবের সংখ্যা ছিল ২৪৫টি।

আরও পড়ুন: শিল্পী সমিতির বনভোজন, দাওয়াত পাননি জায়েদ খান...

সম্মেলনের শেষ দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভায় ডিসিরাও উপস্থিত থাকবেন। সভা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তারা।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিবরা, বিভাগীয় কমিশনাররা এবং গণমাধ্যমকর্মীরা।

অনলাইন ডেস্ক