দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৪ ১৩:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১২টার সময় তিনি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে, ১১টাযর সময় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশে রওনা দেন তিনি। দুর্যোগকবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মেহেরপুরে প্রচন্ড গরমে কদর বেড়েছে তাল শাঁসের...

এরপর খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করেন শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ২ হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেন তিনি।

বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

অনলাইন ডেস্ক