সৌদি পৌঁছেছেন ১৯ হাজারের বেশি হজযাত্রী

 অনলাইন ডেস্ক    ১৫ মে, ২০২৪ ১৫:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

হজ যাত্রার সপ্তম দিনে বেলা ১১টা পর্যন্ত ৮০০ জনের মতো হজযাত্রী ঢাকা ছেড়েছেন। এ পর্যন্ত মোট ১৯ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ বুধবার (১৫ মে) সকালে হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

এতে আরও বলা হয়, আজ হজ যাত্রীদের জন্য মোট ৫টি ফ্লাইট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সৌদি এয়ার লাইন্সের ৩টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি বিমান রয়েছে।

বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৫০টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, সৌদি এয়ারলাইন্সের ১৪টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট।

বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, এখন অবধি সর্বমোট ১৯ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন; আর অবশিষ্ট আছে ৬৫ হাজারেরও বেশি হজযাত্রী।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজে যাবেন।

অনলাইন ডেস্ক