মাতৃত্বকালীন ছুটি নিয়ে বড় সুখবর

 অনলাইন ডেস্ক    ১০ অক্টোবার, ২০২৩ ১২:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আবারও বাড়ানো হলো। মাতৃত্বকালীন ছুটি ১১২ দিনের পরিবর্তে ৮ দিন বাড়িয়ে ১২০ দিন করার বিধান রেখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়

বৈঠক শেষে সোমবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

আরও পড়ুন: দীর্ঘ ৬ বছর পর ভাঙ্গায় যাচ্ছেন, প্রধানমন্ত্রী...

তিনি বলেন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছিল ১১২ দিন তা আট দিন বাড়িয়ে ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। নারীরা নিজের মত এই ছুটি নিতে পারবেন।

অনলাইন ডেস্ক