ঈদের ছুটি শেষে শুরু হলো ব্যাংক লেনদেন

 অনলাইন ডেস্ক    ১৫ এপ্রিল, ২০২৪ ১১:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

ঈদের নিয়মিত ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে ব্যাংকের নিয়মিত কার্যক্রম। সকাল ১০টার সময় লেনদেন শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ব্যাংকাররা নিজেদের মধ্যে এবং গ্রাহকদের সাথে কুশলাদি বিনিময় করেছেন।

ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী উপস্থিতি বেশ ভালো। কিন্তু গ্রাহকদের আনাগোনা বেশ কম। ব্যাংকাররা বলছেন, আগামী সপ্তাহ থেকে লেনদেনে গতি বাড়বে।

ছুটির মধ্যে ইন্টারনেট ব্যাংকিং সেবা নিয়েছেন গ্রাহকরা। এটিএম বুথেও পর্যাপ্ত টাকার সরবরাহ ছিল। এখান থেকে সার্বক্ষনিক সেবা নিতে পেরেছেন অনেকে। সিআরএমে টাকা জমা দেয়ার সেবাও অব্যাহত ছিল।

আরও পড়ুন: মুজিবনগর দিবস উপলক্ষে চলছে শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি...

গ্রাহকরা বলছেন, মোবাইল ব্যাংকিংয়েরও সেবা নিতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই কারণে বেশি প্রয়োজন না হলে লেনেদেনের জন্য শাখায় অনেকে আসেন না।

অনলাইন ডেস্ক