মুজিবনগর দিবস উপলক্ষে চলছে শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি

 নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল, ২০২৪ ১১:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামী বুধবার (১৭ এপ্রিল)। দিবসটি উদযাপন উপলক্ষে মেহেরপুরে এখন সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে।

এই দিবসটির স্মরণে স্মৃতিসৌধের পুষ্পার্ঘ্য অর্পণের পর সকাল নয়টার সময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে নানা কর্মসূচি।

পতাকা উত্তোলন শেষে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভায় অংশ নেবেন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা।

এরই মধ্যেই জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চলছে শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা পরিষ্কার ও রং করনের কাজ চলছে।

ঐতিহাসিক এই দিনটিতে নেতাকর্মীদের আগ্রহ অপেক্ষা করছেন স্থানীয় নেতাকর্মীসহ এলাকাবাসীরা।

আরও পড়ুন: মেহেরপুরে বিভিন্ন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা...

মুজিবনগর উপজেলা ও জেলা প্রশাসনের আয়োজনে সকল কাজ দুই-একদিনের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানান মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে মুজিবনগর দিবসকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে মেহেরপুর অঞ্চলকে এছাড়া বাড়তি নিরাপত্তার জন্র বাইরের জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করাও হবে বলে জানান জেলা পুলিশ সুপার।

প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রী অধ্যপক ফরহাদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক