খাগড়াছড়ির কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

 আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি প্রতিনিধি     ৬ জানুয়ারী, ২০২৪ ১৪:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ন্যায় খাগড়াছড়িতেও কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট দানের সরঞ্জাম।

আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার সময় খাগড়াছড়ি সদর উপজেলার মিলনায়তন থেকে প্রতিটি কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নেন সরঞ্জামাদি এবং পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে।

আগামীকাল রবিবার সাকল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। একটানা চলবে ভোট বিকেল ৪টা পর্যন্ত। আজ শনিবার দুপুর থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ।

আরও পড়ুন: সাংবাদিকদের সঙ্গে র‌্যাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত...


খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সহিদুজ্জামান জানান, মোট ১৯৬টি কেন্দ্রের মধ্যে আজকে যাচ্ছে ৯৮ কেন্দ্রের ভোট দানের সরঞ্জাম। বাকীগুলো নির্বাচনের দিন সকালে পাঠোনো হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রস্তুতি ভালো, পরিবেশও সন্তোষজনক আছে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশ, বিজিবি, মোবাইল ফোর্স, টহল বাহিনী, র‌্যাবসহ বিভিন্ন বাহিনী নিয়োজিত আছে।

আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি প্রতিনিধি