শীতার্তদের পাশে জবির নৃবিজ্ঞান বিভাগ

 ছায়েম সরকার, জবি প্রতিনিধি     ২৬ জানুয়ারী, ২০২৪ ১৫:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-র নৃবিজ্ঞান বিভাগ ১৮ ব্যাচের উদ্যোগে অসহায়, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

গত বুধবার (২৪,জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সদরঘাটসহ পুরান ঢাকার বেশ কয়েকটি জায়গায় তারা এ কর্মসূচি পালন করে।

গত এক সপ্তাহে ঢাকাতে শীতের দাপট বৃদ্ধি পাওয়ায় ছিন্নমূল মানুষের জীবন যাপন দূরুহ হয়ে পড়ে।

এতে নৃবিজ্ঞান বিভাগের ১৮ তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে নিজেদের মধ্য থেকে ফান্ড কালেক্ট করে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ায়। ভবিষ্যতে আরো এমন মানবিক কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বিভাগের সকল শিক্ষার্থীরা৷ তারা জানান,শীত সকলের জন্য আনন্দ দায়ক নয়।

দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে।

শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব।

এটা অন্যতম একটি ইবাদতও বটে।

ছায়েম সরকার, জবি প্রতিনিধি