গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-১

 তরিকুল ইসলাম    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

মেহেরপুরের গাংনীতে গত শুক্রবার মধ্যরাতে হিজলবাড়িয়া থেকে ৯৩ বোতল ফেন্সিডিল ও ৩কেজি গাঁজাসহ জামাল হোসেন (৪৭) নামের এক মাদক ব্যবসায়িক কে আটক করেছে র‌্যাব-১২।

তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব-১২। আটককৃত জামাল হোসেন গাংনী উপজেলা কাথুলী ইউনিয়নের টেংরামারি গ্রামের মাহাতাব আলীর ছেলে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ মনিরুজ্জামান জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ অভিযানি দল হিজলবাড়িয়া গ্রামের হাওয়া ব্রিকস এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেন্সিডিল ও ৩কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন: মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ হাইকমিশনের...

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টেংরামারি গ্রামের আব্দুল সালাম মন্ডলের ছেলে মহিবুল ইসলাম (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের উত্তর পাড়ার মৃত ফরিদ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪২) পালিয়ে যাই।

তিনি আরও জানান, আটককৃত জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

তরিকুল ইসলাম