মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে চেক বিতরণ

 অনলাইন ডেক্স    ১১ জুলাই, ২০২৩ ১৭:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩০ জন ভিক্ষুকের মাঝে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে চেক বিতরণ করা হয়

উক্ত চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি।

মেহেপুরে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি।

মেহেরপুর সদর উপজেলার ১০ জন, পৌরসভার ১৩ জন ও মুজিবনগর উপজেলার সাত জন ভিক্ষুকের মাঝে ১৫ লক্ষ ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন: মেহেরপুরসহ দেশের আট জেলায় নতুন ডিসি...

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমরা জেলার ভিক্ষুকের মাঝে ১৫ লক্ষ ২৪ হাজার টাকার চেক বিতরণ করি এতে করে জেলায় ভিক্ষুক অনেকাংশে কমে যাবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলে রাব্বি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।

অনলাইন ডেক্স