দু-পক্ষের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৭ জন আহত

 নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ সোমবার সকালে দু-পক্ষের সংঘর্ষে কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ সাত জন গুরুতর আহত হয়েছেন।

তাদেরকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, আজিজুর রহমানের ছেলে ফুরকান, নাসির উদ্দিনের ছেলে নাহিদুজ্জামান রাসেল, কামরুলের ছেলে আবুল কালাম, আবুল কালাম এর ছেলে লিজন, মৃত রিয়াজউদ্দিনের ছেলে বদর উদ্দিন ও তার ভাই সবদুল।

আরও পড়ুন: পাঠকের চেয়ে দর্শনার্থী বেশি বইমেলায়...

জানা গেছে ঘটনার সময় বদরুদ্দিনের নেতৃত্বে তার লোকজন বিরোধপূর্ণ একটি জমিতে চাষ দিতে যান। এ সময় বাবুল আক্তার বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাষ না করার জন্য আহ্বান জানান।

এ সময় বাবুল আক্তারের উপরে হামলা করা হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এই ঘটনায় উভয়পক্ষের ৭জন আহতহয়। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

নিজস্ব প্রতিবেদক