দর্শনার্থীদের জন্য শুক্রবার খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

 অনলাইন ডেস্ক    ৩১ আগষ্ট, ২০২৩ ১৬:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

প্রায় তিন মাস নিষেধাজ্ঞা পর আগামীকাল শুক্রবার থেকে বনজীবী ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন।

এর আগে বন্যপ্রাণীর প্রজনন মৌসুম থাকায় ১ জুন থেকে ৩১ আগস্ট মাস পর্যন্ত সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল বন বিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএফও বেলায়েত হোসেন বলেন, বন্যপ্রাণীর প্রজননের জন্য প্রতিবছর সুন্দরবনে তিন মাসের জন্য বনজীবী ও দর্শণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তিন মাস পর আগামীকাল থেকে সুন্দরবনে আবারো দর্শনার্থী ও বনজীবীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রতিমন্ত্রীর হাসপাতাল কান্ড, ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা !...

তবে সুন্দরবনে প্রবেশ করতে চাওয়া দর্শনার্থী ও বনজীবীরা প্লাস্টিকের পানির বোতল ও চিপসের প্যাকেটের মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিক সঙ্গে নিতে পারবেন না।

বর্তমানে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার ১১৪টি ও দুই লাখ হরিণ সহ বন্যপ্রাণী আছে ৩৭৫টি।

এছাড়াও সুন্দরী প্রজাতির গাছপালা ৩৩৪টি, শৈবাল প্রজাতির ১৬৫টি, অর্কিড প্রজাতির ১৩টি ও পাখি রয়েছে ৩০০টি।

সুন্দরবনের অভ্যন্তরে ১৮৭৪ বর্গ কিলোমিটার জলভাগে কুমির, ছয় প্রজাতির ডলফিন সহ ২৯১ প্রজাতির মাছ রয়েছে।

অনলাইন ডেস্ক