কমলাপুর থেকে ‘পদ্মা সেতু’ হয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছাল ট্রেন

 অনলাইন ডেস্ক    ৭ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার সময় ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছেছে প্রথম পরীক্ষামূলক ট্রেন।

ওই ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেয়।

আজ সকাল দশটার সময় পরীক্ষামূলক ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়। বেলা ১১টা ২৬ মিনিটে ট্রেনটি পদ্মা সেতুতে ওঠে।

ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু পার হতে ট্রেনটির সময় লাগে ৮ মিনিট।

পরীক্ষামূলক ট্রেনে যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান সহ আরও অনেকেই।

আরও পড়ুন: গাংনীতে গাঁজাসহ আটক-১...

পদ্মা সেতু রেল সংযোগ উদ্বোধন করবেন চলতি বছরের দশ অক্টোবর প্রধানমন্ত্রী।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে।

এই রেলপথ পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পদ্মা সেতু দিয়ে মানুষের রেল যোগাযোগ সহজ হবে।

অনলাইন ডেস্ক