নতুন শিক্ষামন্ত্রী হলেন ব্যারিস্টার নওফেল

 অনলাইন ডেস্ক    ১২ জানুয়ারী, ২০২৪ ১৩:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

টানা চতুর্থবার সরকার গঠন করে কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ এনেছেন বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ণ মন্ত্রী হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আগেরবার শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা...

এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করেন।

এবারের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন মোট ৩৬ জন। এদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্য। বাকি দুজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন।

উল্লখ্যে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন নওফেল। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অনলাইন ডেস্ক