মেহেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

 তরিকুল ইসলাম    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

মেহেরপুর শহরের বড় বাজারে আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এই দুই ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: এক কেন্দ্রে ৫৭ পরীক্ষার্থী ভুয়া, কেন্দ্র সচিবসহ সবাই আটক...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে শহরের বড়বাজারে মেহেরপুর মিষ্টিমুখে ২০ হাজার টাকা ও আসিফ ফল ভান্ডার মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তরিকুল ইসলাম