তেঁতুলবাড়ীয়া ইউপি সদস্যদের উদ্যোগে সংবাদ সম্মেলন

 তরিকুল ইসলাম    ২৪ এপ্রিল, ২০২৪ ১১:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

মেহেরপুরে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ নং সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) এর লিখিত অভিযোগের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অন্যান্য সদস্যরা।

মঙ্গলবার দুপুর ১ টার সময় গাংনী উপজেলা প্রেসক্লাব সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল ওহাব।

লিখিত বক্তব্যেই তিনি বলেন, গত সোমবার কয়েকটি অনলাইন ফেসবুকে পেইজে ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬, নং ওর্য়াডের সংরক্ষিত মহিলা সদস্য দিপালী খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাসের বিভিন্ন কাজের অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেন।

উপজেলার বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ দায়ের করেন। তারই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে আমরা ১১জন সদস্য এর প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: মেহেরপুর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ...

লিখিত অভিযোগে বলেন, ইউপির আমরা ১২ সদস্যের মধ্যে ১১ সদস্য এক সাথে এলাকার উন্নয়নে কাজ করছি। সেখানে একজন সদস্য নিজের কাজের অনিয়ম ঢাকতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

দিপালী খাতুন বেশীর ভাগ সময় ইউনিয়ন পরিষদে কম এসে থাকেন। পরিষদে যেদিনই আসুক। পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং উগ্র আচরণ করতেন।

তরিকুল ইসলাম