মেহেরপুরের দুটি আসনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনার কার্যক্রম

 নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী, ২০২৪ ১৬:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

সকালের দিকে কমবেশি ভোটারের উপস্থিত লক্ষ্য করা গেলেও দুপুরের দিকে উপস্থিতি কিছুটা বেশি। এখন পর্যন্ত ৮০% ভোট গ্রহণ হয়েছে বলে জানা গেছে। এই দুই আসনে ভোট গ্রহণ শেষ এখন, চলছে গণনার কার্যক্রম।

তবে বেলা ১২টার পর থেকে ভোটার বাড়তে শুরু করেছিলো। তবে আপনাকে এখানে একটি কথা বলে রাখি, এবার নির্বাচনে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

তবে মেহেরপুর-১ আসনে ভোট কেন্দ্রে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় নৌকার তিন সমর্থকে সাত দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে ভোটগ্রহণ চলছে...

আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী টহল রয়েছে।

মেহেরপুর-১ আসনে ৬ জন ও মেহেরপুর-২ আসনের ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেহেরপুর-১ আসনে ১১৭ টি কেন্দ্রে ৩ লাখ ৩৭ জন ও মেহেরপুর-২ আসনে ২ লাখ ৫৫ হাজার ৯শত ২৯ জন ভোটার রয়েছে। নির্বাচনের এই ছিল মেহেরপুরের সর্বশেষ সংবাদ।

নিজস্ব প্রতিবেদক