গাংনীতে জাতীয় ভোট দিবস পালিত

 নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ, ২০২৪ ১৪:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মেহেরপুরের গাংনীতে “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ শনিবার (২ মার্চ) সকাল ১০টার সময় জাতীয় ভোট দিবস পালিত হয়েছে।

এই দিবস উপলক্ষে র‌্যালি ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

আরও পড়ুন: অবশেষে আসছে ৫০ হাজার টন পেঁয়াজ...

এর আগে, জাতীয় ভোট দিবস উপলক্ষে উপজেলা চত্বরে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দরা।

নিজস্ব প্রতিবেদক