অবশেষে আসছে ৫০ হাজার টন পেঁয়াজ

 অনলাইন ডেস্ক    ২ মার্চ, ২০২৪ ১৩:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

নিষেধাজ্ঞার মধ্যেও বাংলাদেশে বিশেষ ব্যবস্থাপনায় ৫০ হাজার টন পেঁয়াজ পাঠাবে ভারত। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১ মার্চ) বাংলাদেশে পেঁয়াজ রফতানির বিষয়ে জানিয়েছেন।

নয়াদিল্লির তথ্যমতে, বিশেষ ক্ষমতায় বাংলাদেশে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড তা সম্পন্ন করবে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত রফতানি নিষেধাজ্ঞা বহাল থাকলেও বিশেষ উদ্যোগে বাংলদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আরও পড়ুন: বিপিএল জেতানো তামিম কত টাকা পেলেন?...

এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন খবর দেয় ভারতের কয়েকটি গণমাধ্যম। এরমধ্যেই পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত কার্যকর করার কথা জানালো নয়াদিল্লি।

গত বছরের ৮ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। এরপর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। পেঁয়াজের ভরা মৌসুমেও কমেনি দাম।

অনলাইন ডেস্ক