সারাদেশে ৬০ হাজার কোটি টাকার কোরবানির পশু বিক্রি হবে: মেয়র আতিক

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৪ ১৫:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, এ বছর কোরবানিকে কেন্দ্র করে সারাদেশে ৬০ হাজার কোটি টাকার পশু বিক্রি হবে। আজ বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব বলেন তিনি।

তিনি বলেন, এ বছর কোরবানিকে কেন্দ্র করে সারাদেশে পশু বিক্রি হবে ৬০ হাজার কোটি টাকার এবং ২৫ লাখ পশু কোরবানি হবে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মাথাচাড়া দেবে ডেঙ্গু!...

এই বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন করতে এসময় সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেন ডিএনসিসি মেয়র।

এবার পশুর হাটে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা থাকবে বলে ডিএনসিসি মেয়র জানান। তিনি বলেন, এবার ক্রেডিট কার্ডের মাধ্যমে পশু বেচাকেনা করা যাবে। হাসিলও পরিশোধ করা যাবে অনলাইনে।

অনলাইন ডেস্ক