এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

 অনলাইন ডেস্ক    ১ জানুয়ারী, ২০২৪ ১৬:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হবে আগামী মঙ্গলবার (২ জানুয়ারি)। আজ সোমবার (১ জানুয়ারি) বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার বিকেল ৩টার সময় কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম...

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৪ মাসের সৌদি সিপি অনুযায়ী জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি গ্যামের নতুন দাম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

এর আগে, নভেম্বর মাসের তুলনায় গত ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক