ফের দাম বেড়েছে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা

 নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী, ২০২৪ ১১:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এখন বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৯৫থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে । গত সপ্তাহ ব্রয়লার মুরগি বিক্রি হয়ে ছিলো ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি।

তবে কমতে শুরু করেছে ডিমের দাম। খুচরা বাজারে প্রতি হালি (৪ পিস) ডিমের দাম ২ টাকা কমে ৪২-৪৩ টাকায় বিক্রি হচ্ছে। আরও কমেছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০-৩০ টাকা কমে ৮০-১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে পাশাপাশি আলুর দাম কমেছে কেজিপ্রতি ৫ টাকা।

বিক্রেতারা বলছেন, শীতে খামারে মুরগির রোগব্যাধি বেড়েছে। অনেক মুরগি মারা গেছে। যে কারণে সরবরাহ কমেছে। তাই মুরগির দাম বেড়েছে খুচরা বাজারে।

আরও পড়ুন: আবারও বেড়েছে এলপিজির দাম...

খুচরা বিক্রেতারা জানান, বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা, যা আগে ১২০-১৫০ টাকা ছিল। বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে তাই দাম কমেছে।


বিক্রেতারা আরও জানান, বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা, যা গত সপ্তাহে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পাশাপাশি দেশি রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি।

এছাড়া প্রতিকেজি আমদানি করা আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকা, যা সাত দিন আগেও ২৬০ টাকা দরে বিক্রি হয়েছে। একই সঙ্গে প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। পাশাপাশি প্রতিকেজি কাঁচা টমেটো ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক