চাল আমদানির শেষ দিন আজ

 অনলাইন ডেস্ক    ১৫ মে, ২০২৪ ১৪:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

বাংলাদেশের চালের বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে চলছে কারসাজি। তাই মূল্য নিয়ন্ত্রণে সময়সীমা বেঁধে দিয়ে বেসরকারি পর্যায়ে দুই দফায় দেশের ৮০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিল সরকার। সেই সময়সীমা শেষ হচ্ছে আজ বুধবার (১৫ মে)।

প্রতি বছর দেশে চালের চাহিদা রয়েছে ৩ কোটি ৬০ লাখ টনের মত। গত বছরে উৎপাদন হয়েছিল ৪ কোটি ১৩ লাখ মেট্রিক টন।

সম্প্রতি দেশে চালের দাম বাড়লে বাজারে সরবরাহ বাড়াতে চলতি বছরে ২১ মার্চ ৩০টি প্রতিষ্ঠানকে ৮৩ হাজার টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: মুজিবনগরে কৃষি সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন...

এর মধ্যে সিদ্ধ চাল রয়েছে ৪৯ হাজার মেট্রিক টন ও আতপ চাল ৩৪ হাজার মেট্রিক টন। পরবর্তীতে গত ১৬ এপ্রিল আরও ৫০টি প্রতিষ্ঠানকে বিভিন্ন শর্ত দিয়ে ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়।

দ্রুত চালের বাজারের সংকট কাটিয়ে উঠতে সরকার চাল আমদানি ও বাজারে সরবরাহের শেষ সময় বেঁধে দিয়েছিল চলতি বছরের ১৫ মে পর্যন্ত।

অনলাইন ডেস্ক