‘যেকোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি’

 অনলাইন ডেস্ক    ২২ আগষ্ট, ২০২৩ ১৪:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

পেঁয়াজের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভারত ছাড়াও বিভিন্ন দেশে থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে সোমবার সচিবলায়ে নিজ দপ্তর থেকে গণমাধ্যমকে এই কথা জানান কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

দেশের বাজারে পেঁয়াজের দাম প্রতিদিন বাড়ছে। এখন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়।

এই বিষয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম বাড়ায় আমরা ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির আইপি দিয়ে ছিলাম তার মধ্যে তিন লাখ টন পেঁয়াজ এসে ছিলো বাংলাদেশে। এখন ভারত তাদের পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করার জন্য ৪০ শতাংশ শুল্ক বসিয়েছে। স্বাভাবিকভাবেই এতে পেঁয়াজের দাম বাড়বে। পেঁয়াজ আনা হয়নি বেশি দাম দিয়ে। কিন্তু এরই মধ্যে পেঁয়াজের দাম বাড়ানো শুরু করে দিয়েছে।

আরও পড়ুন: ডিমের বাজার নিয়ন্ত্রণে অভিযানে র‍্যাব...

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আরও বলেন, আমরা জানি না পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ কী ভাবে করবো। আমরা জাতীয় সমস্যা সমাধানের জন্য দুটি পদক্ষেপ নিয়েছি। গ্রীষ্মকালে একটা পেঁয়াজ উৎপাদন করা। গতবার থেকে এটা শুরু হয়েছে। এবার ১৮ হাজার হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ করেছি, সেটা আসবে নভেম্বরের প্রথম দিকে। নভেম্বরের আগে আমরা নতুন পেঁয়াজ পাবো না। আমরা দেখেছি সেপ্টেম্বর-অক্টোবরে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ে।

অনলাইন ডেস্ক