একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা

 অনলাইন ডেস্ক    ৮ জুলাই, ২০২৪ ১৮:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। দুই দেশেই শুল্ক দিয়ে পেঁয়াজ আমদানি করার কারণেই দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। আজ সোমবার (৮ জুলাই) দিনাজপুরের সীমান্তবর্তী হিলি বন্দর ঘুরে এ চিত্র দেখা যায়।

হিলি স্থলবন্দরে প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক পেঁয়াজের চাহিদা থাকলেও, সেখানে আমদানি হচ্ছে মাত্র ১ থেকে ২ ট্রাক। সেই তুলনায় এ বন্দরে পাইকারদের সংখ্যা অনেকটাই বেশি।

এদিন বন্দরে দুই ধরনের পেঁয়াজ আমদানি হয়েছে- নাসিক ও ইন্দ্রজাত। প্রতি কেজি ইন্দ্রজাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা আর নাসিক বিক্রি হচ্ছে ৯৫ টাকায়; যা মাত্র একদিনের ব্যবধানেই ১০ থেকে ১৫ টাকা বাড়তি।

বন্দরে পেঁয়াজ দিতে আসা পাইকার সেলিম মিয়া বলেন, দেশীয় পেঁয়াজের সংকট থাকায় প্রতিদিনই হু হু করে বাড়ছে দাম। সেই সঙ্গে চাহিদাও বেড়েছে পেঁয়াজের।

বন্দরের আরেক পাইকার বলেন, অনেকদিন পর হিলিবন্দরে পেঁয়াজ নিতে আসা হয়েছে। ৮৬ টাকা কেজি দরে ৩ টন পেঁয়াজ কেনা হয়েছে। বেশি দামে পেঁয়াজ কিনলে লোকসানের আশংকাই বেশি থাকে।

অনলাইন ডেস্ক