৪০ টাকা কেজির পেঁয়াজ কারা কিনতে পারবেন?

 অনলাইন ডেস্ক    ২ এপ্রিল, ২০২৪ ১৪:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

ভারত থেকে আমদানি করা ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজের প্রথম কিস্তি বাজারে এসে পৌঁছেছে। বাজারে এই পেঁয়াজের মূল্য ধরা হয়েছে কেজিপ্রতি ৪০ টাকা।

তবে কারা এ পেঁয়াজ কিনতে পারবেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে সংশয়।

আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশর (টিসিবি) মাধ্যমে। তবে টিসিবি অন্যান্য পণ্য কিনতে ফ্যামিলি কার্ডধারী হতে হলেও পেঁয়াজ কিনতে কোনো কার্ডের দরকার হবে না।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি কার্যক্রম প্রসঙ্গে বলেন, এই পেঁয়াজ টিসিবি ওপেন সেল করবে। যে কেউ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে পারবে।

আরও পড়ুন: মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত...

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, টিসিবির মূল্য লক্ষ্য দেশের নিম্নআয়ের মানুষ যাতে বাজার দর নিয়ে অসুবিধায় না পড়ে সেদিকে নজর রাখা।

তবে এবার পেঁয়াজের ক্ষেত্রে শুধু নিম্নআয় না মধ্য আয়ের মানুষের কথাও চিন্তা করা হয়েছে। এজন্য পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে কার্ডের বাধ্যবাধকতা রাখা হয়নি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান জানিয়েছেন, বিক্রি কার্যক্রম ঢাকার ১০৩টি, চট্টগ্রামের ৫০টি ও গাজীপুরের ১৫-২০টি স্পটে চালানো হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে পেঁয়াজ।

অনলাইন ডেস্ক